আপনি কি Maya Angelou এর লেখা Still I Rise এর বাংলা মানে খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। এই প্রতিবেদনে আমরা প্রকাশ করেছি পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস 11 সেমেস্টার 2 এর কবিতা Still I Rise Bengali Meaning। বাংলা মানের সাথে বাংলা উচ্চারণও প্রকাশ করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের বাংলা মানের পাশাপাশি উচ্চারণেও কোনো অসুবিধা যাতে না হয়।
Verse Name (পদ্যের নাম) | Still I Rise |
Poet (কবি) | Maya Angelou |
Class (শ্রেণী) | XI |
Semester (সেমেস্টার) | 2nd |
Book Name (বইয়ের নাম) | A Realm of English (B) Selection |
Board (বোর্ড) | W.B.C.H.S.E |
- কবিতাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য »
- এই কবিতাটি 1978 সালে Random House দ্বারা প্রকাশিত Maya Angelou এর তৃতীয় কবিতা সংকলন ‘And I Still Rise’ এ প্রকাশিত হয়।
- এই কবিতার মধ্য দিয়ে মায়া অ্যাঞ্জেলো ততকালীন আমেরিকান সমাজের ব্যাপক বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
- ততকালীন আমেরিকান সমাজে কালো চামড়ার মানুষদের উপর সাদা চামড়ার মানুষদের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে লেখিকা এক সাহসী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।
Still I Rise Bengali Meaning
Still I Rise
Maya Angelou
You may write me down in history
উচ্চারণ: ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি
অনুবাদ: তুমি আমাকে ইতিহাসে লিখে রাখতে পারো
With your bitter, twisted lies,
উচ্চারণ: উইথ ইয়োর বিটার, টুইস্টেড লাইজ,
অনুবাদ: তোমার তিক্ত, বিকৃত মিথ্যা দিয়ে,
You may trod me in the very dirt
উচ্চারণ: ইউ মে ট্রোড মি ইন দ্য ভেরি ডার্ট
অনুবাদ: তুমি আমাকে ধুলোতে পদদলিত করতে পারো
But still, like dust, I’ll rise.
উচ্চারণ: বাট স্টিল, লাইক ডাস্ট, আই’ল রাইজ।
অনুবাদ: কিন্তু তবুও, ধুলোর মতো, আমি জেগে উঠবই।
Does my sassiness upset you?
উচ্চারণ: ডাজ মাই স্যাসিনেস্ আপসেট ইউ?
অনুবাদ: আমার সাবলীল সাহসিকতা কি তোমায় বিচলিত করে?
Why are you beset with gloom?
উচ্চারণ: হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম?
অনুবাদ: কেন তুমি আচ্ছন্ন হয়ে আছ বিষন্নতায়?
‘Cause I walk like I’ve got oil wells
উচ্চারণ: ‘কজ আই ওয়াক লাইক আই’ভ গট অয়েল ওয়েলস্
অনুবাদ: কারন আমি হাঁটি যেন আমি তেলের কূপ পেয়েছি
Pumping in my living room.
উচ্চারণ: পাম্পিং ইন মাই লিভিং রুম।
অনুবাদ: যা তেল নিষ্কাশন করছে আমারই বৈঠকখানায়।
Just like moons and like suns,
উচ্চারণ: জাস্ট লাইক মুনস্ অ্যান্ড লাইক সানস্,
অনুবাদ: চাঁদ এবং সূর্যের মতো,
With the certainty of tides,
উচ্চারণ: উইথ দ্য সারটেইনটি অফ টাইডস্,
অনুবাদ: জোয়ারের ঢেউয়ের মতোই নিশ্চিত,
Just like hopes springing high,
উচ্চারণ: জাস্ট লাইক হোপস্ স্প্রিংগিং হাই,
অনুবাদ: উচ্চাকাঙ্ক্ষা আশার মতো,
Still I’ll rise.
উচ্চারণ: স্টিল আই’ল রাইজ।
অনুবাদ: আমি জেগে উঠবই।
Did you want to see me broken?
উচ্চারণ: ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন?
অনুবাদ: তুমি কি আমাকে ভগ্ন-চূর্ণ দেখতে চাও?
Bowed head and lowered eyes?
উচ্চারণ: বাউড হেড অ্যান্ড লোয়ার্ড আইজ?
অনুবাদ: নোয়ানো মাথা আর নত করা চোখ?
Shoulders falling down like teardrops,
উচ্চারণ: শোল্ডারস্ ফলিং ডাউন লাইক টিয়ারড্রপস্,
অনুবাদ: কাঁধ নেমে আসছে চোখের জলের মতো,
Weakened by my soulful cries?
উচ্চারণ: উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ?
অনুবাদ: আমার নিদারূণ কান্নায় দুর্বল?
Does my haughtiness offend you?
উচ্চারণ: ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ?
অনুবাদ: আমার ঔদ্ধত্য কি বিরক্ত করে?
Don’t you take it awful hard
উচ্চারণ: ডোন্’ট্ ইউ টেক ইট অফুল হার্ড
অনুবাদ: এতটাও ভয়ানক ভেবে নিয়ো না
‘Cause I laugh like I’ve got gold mines
উচ্চারণ: ‘কজ আই লাফ লাইক আই’ভ গট গোল্ড মাইনস্
অনুবাদ: কারণ আমি হাসি যেন আমি সোনার খনি খুঁজে পেয়েছি
Diggin’ in my own backyard.
উচ্চারণ: ডিগিং’ ইন মাই ওন ব্যাকইয়ার্ড।
অনুবাদ: যা আমার বাড়ির পেছনেই খোঁড়া হচ্ছে।
You may shoot me with your words,
উচ্চারণ: ইউ মে শ্যুট মি উইথ ইয়োর ওয়ার্ডস্,
অনুবাদ: তুমি তোমার কথা দিয়ে আমাকে বিদ্ধ করতে পারো,
You may cut me with your eyes,
উচ্চারণ: ইউ মে কাট মি উইথ ইয়োর আইজ,
অনুবাদ: তুমি আমাকে তোমার দৃষ্টি দিয়ে কেটে ফেলতে
You may kill me with your hatefullness,
উচ্চারণ: ইউ মে কিল মি উইথ ইয়োর হেটফুলনেস,
অনুবাদ: তোমার ঘৃণা দিয়ে তুমি আমাকে হত্যা করতে পারো,
But still, like air, I’ll rise.
উচ্চারণ: বাট স্টিল, লাইক এয়ার, আই’ল রাইস।
অনুবাদ: কিন্তু তবুও, বাতাসের মতো, আমি জেগে উঠবই।
Does my sexiness upset you?
উচ্চারণ: ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ?
অনুবাদ: আমার যৌবনের রূপ কি তোমায় বিব্রত করে?
Does it come as a surprise
উচ্চারণ: ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ
অনুবাদ: এটা কি একটা বিস্ময়
That I dance like I’ve got diamonds
উচ্চারণ: দ্যাট আই ডান্স লাইক আই’ভ গট ডাইমন্ডস্
অনুবাদ: যে আমি নাচি যেন আমি হিরে পেয়েছি
At the meeting of my thighs?
উচ্চারণ: অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ?
অনুবাদ: আমার ঊরুযুগলের সংগমে?
Out of the huts of history’s shame
উচ্চারণ: আউট অফ দ্য হাটস্ অফ হিস্ট্রি’স শেম
অনুবাদ: ইতিহাসের লজ্জার কুঁড়ে ঘরগুলি থেকে
I rise
উচ্চারণ: আই রাইজ
অনুবাদ: আমি জেগে উঠছি
Up from a past that’s rooted in pain
উচ্চারণ: আপ ফ্রম আ পাস্ট দ্যাট’স রুটেড ইন পেন
অনুবাদ: যন্ত্রণার শিকড়-বিদ্ধ এক অতীত থেকে
I rise
উচ্চারণ: আই রাইজ
অনুবাদ: আমি জেগে উঠছি
I’m a black ocean, leaping and wide,
উচ্চারণ: আই’ম এ ব্ল্যাক ওশান, লিপিং অ্যান্ড ওয়াইড,
অনুবাদ: আমি এক কৃষ্ণসাগর, উত্তাল আর বিস্তৃত,
Welling and swelling I bear in the tide.
উচ্চারণ: ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড।
অনুবাদ: জোয়ারের উচ্ছলতা ও স্ফীতি আমি সহ্য করি।
Leaving behind nights of terror and fear
উচ্চারণ: লিভিং বিহাইন্ড নাইটস্ অফ টেরর অ্যান্ড ফিয়ার
অনুবাদ: আতঙ্ক আর ভয়ের রাতগুলিকে পেছনে ফেলে
I rise
উচ্চারণ: আই রাইজ
অনুবাদ: আমি জেগে উঠছি
Into a daybreak that’s wondrously clear
উচ্চারণ: ইনটু আ ডেব্রেক দ্যাট’স ওয়ানড্রাস্লি ক্লিয়ার
অনুবাদ: বিস্ময়করভাবে স্বচ্ছ একটা প্রভাতে
I rise
উচ্চারণ: আই রাইজ
অনুবাদ: আমি জেগে উঠছি
Bringing the gifts that my ancestors gave,
উচ্চারণ: ব্রিংগিং দ্য গিফট্স্ দ্যাট মাই অ্যানসেস্টরস্ গেভ,
অনুবাদ: বহন করছি সেই উপহারগুলো যা আমার পূর্বপুরুষেরা দিয়েছিল
I am the dream and the hope of the slave.
উচ্চারণ: আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ
অনুবাদ: আমিই হলা ক্রীতদাসদের স্বপ্ন ও আশা।
I rise
উচ্চারণ: আই রাইজ
অনুবাদ: আমি জেগে উঠছি
I rise
উচ্চারণ: আই রাইজ
অনুবাদ: আমি জেগে উঠছি
I rise.
উচ্চারণ: আই রাইজ
অনুবাদ: আমি জেগে উঠছি
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় কাটানোর জন্য আপনাকে ধন্যবাদ। Still I Rise Bengali Meaning আপনার কেমন লেগেছে তা জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সাইট নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা বা সাজেশন থাকলে তা আমাদের নির্দ্বিধায় জানাতে পারেন। ধন্যবাদ।