এই প্রতিবেদনে বাক্য কাকে বলে ও বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এই প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খভাবে বাক্যের সমস্ত প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। আশা রাখছি এই প্রতিবেদন ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও ভালো লাগবে।
বাক্য কাকে বলে?
কতকগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে।
উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি:
রাম হয় একটি ভালো ছেলে। এই বাক্যটিতে কতকগুলি শব্দ পাশাপাশি বসে রাম কেমন ছেলে তা সম্পর্কে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তাই এটি একটি বাক্য। কিন্তু যদি বলি –
রামের চারটি কান রয়েছে। এই বাক্যটি ব্যকরণের দিক থেকে ঠিক হলেও অর্থের দিক থেকে বাক্য হতে পারে না। কারন একটা মানুষের চারটি কান থাকতে পারে না। তাই আমরা বলতে পারি –
কতকগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি।
বাক্যের প্রকারভেদ
বাক্যের প্রকারভেদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যথা ১. ভাব প্রকাশের প্রণালী অনুযায়ী এবং ২. গঠনগতভাবে।