প্রিয় ছাত্রছাত্রী, এই পোস্টে প্রকাশ করা হয়েছে WBBSE বোর্ডের Someone Class 8 Bengali Meaning। কবিতাটি লিখেছেন Walter John de la Mare। কবিতাটিতে কঠিন উচ্চারণযুক্ত শব্দগুলির বাংলা মানের সাথে বাংলা উচ্চারনও দিয়ে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কবিতাটি পড়তে ও বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা করছি ছাত্রছাত্রীদের ভালো লাগবে।
About Poet | কবি পরিচিতি
- Walter John de la Mare ছিলেন একজন ইংরেজ কবি, ছোটো গল্প লেখক এবং উপন্যাসিক।
- তিনি ২৫শে এপ্রিল ১৮৭৩ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- তিনি তাঁর লেখক জীবন শুরু করেন ১৮৯৫ সালে।
- তাঁর বিখ্যাত কবিতা হল ‘The Listeners’।
- তিনি ২২শে জুন ১৯৫৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Someone Class 8 Bengali Meaning
Someone came knocking
কেউ এসে টোকা মেরেছিল
At my wee, small door;
আমার পুঁচকে, ছোটো দরজায়;
Someone came knocking;
কেউ এসে টোকা মেরেছিল;
I’m sure-sure-sure;
আমি নিশ্চিত-নিশ্চিত-নিশ্চিত;
I listened, I opened,
আমি শুনেছিলাম, আমি খুলেছিলাম,
I looked to left and right,
আমি বামদিকে ও ডানদিকে দেখেছিলাম,
But nought there was a stirring
কিন্তু সেখানে কোনো নড়াচড়া ছিল না
In the still, dark night;
সেই স্তব্ধ, অন্ধকার রাত্রে;
Only the busy beetle
শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকা
Tap-tapping in the wall,
ট্যাপ-ট্যাপ শব্দ করছিল দেয়ালে,
Only from the forest
শুধুমাত্র বন থেকে ভেসে আসছিল
The screech-owl’s call,
পেঁচার তীক্ষ্ণ ডাক,
Only the cricket whistling
শুধুমাত্র ঝিঁঝি পোকা শিস দিচ্ছিল
While the dewdrops fall,
যখন শিশির পড়ছিল,
So I know not who came knocking,
তাই আমি জানি না কে এসে টোকা দিচ্ছিল,
At all, at all, at all.
আদৌ, আদৌ, আদৌ।
Summary | সারসংক্ষেপ
ওয়াল্টার জন ডে লা মেয়ারের কবিতা ‘Someone’ একটি রহস্যময় ও কল্পনাপ্রবণ কবিতা। কবিতায় বক্তা রাতের নিস্তব্ধতায় দরজায় হালকা টোকার শব্দ শুনতে পান। তিনি দরজা খুলে বাইরে বামদিকে ও ডানদিকে তাকান, কিন্তু কাউকেই দেখতে পান না। শুধু শোনা যাচ্ছিল দেয়ালের গুবরে পোকার মৃদু আওয়াজ, দূর জঙ্গল থেকে ভেসে আসা পেঁচার ডাক এবং ঝিঁঝি পোকার একটানা শব্দ।
এই রহস্যময় অভিজ্ঞতার পর, কবি নিশ্চিতভাবে বলতে পারেন না যে আসলে কে তাঁর দরজায় এসেছিল। শব্দটি প্রকৃতির কোনো অংশ থেকে এসেছিল, নাকি অন্য কোনো অজানা উৎস থেকে – তা অমীমাংসিত থেকে যায়।
Read More | আরও পড়ুন
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Someone Class 8 Bengali Meaning আপনার কেমন লেগেছে তা জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়াও আমাদের সাইট নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে তা আমাদের নির্দ্বিধায় জানাতে পারেন।


