নমস্কার,
এই পোস্টে প্রকাশ করা হয়েছে West Bengal Council of Higher Secondary Education বোর্ডের Class 12 এর Semester 3 এর ইংরেজি গদ্য The Bet Bengali Meaning। গল্পটি লিখেছেন একজন বিশিষ্ট রুশ লেখক Anton Chekhov। পুরো গল্পটির প্রত্যেক লাইন সহজ সাধারণ বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা সহজেই গল্পটি পড়ে বুঝতে পারে। তাছাড়াও কঠিন উচ্চারণযুুক্ত শব্দের উচ্চারণ ও আলাদা করে ব্র্যাকেটের মধ্যে অর্থ দেওয়া হল। আশা করছি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে। নীচে এই গল্পটির ইংরেজি টেক্সটির PDF দেওয়া হল। প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারো।
The Bet Text PDF ➡
About Author: লেখক সম্পর্কে দু-চার কথা
- লেখকের পুরো নাম – Anton Pavlovich Chekhov।
- তিনি ২৯ শে জানুয়ারী ১৮৬০ সালে রাশিয়ার তাগানরোগ (Taganrog) শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি ছোটোগল্পের একজন অনন্য শিল্পী এবং আধুনিক নাটকের পথিকৃৎ।
- তাঁর কয়েকটি বিখ্যাত লেখা হল – ‘The Seagull’, ‘Uncle Vanya’, ‘Ward No. 6’, ‘The Lady with the Dog’ ইত্যাদি।
- ১৪ই জুলাই ১৯০৪ সালে তিনি মাত্র ৪৪ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। তবে তাঁর রচনা আজও বিশ্বজুড়ে বিভিন্ন সাহিত্যিক ও নাট্যকারদের অনুপ্রাণিত করে চলেছে।
The Bet Bengali Meaning (Part - 1): সহজ সরল ভাষায় প্রতিটি লাইনের বাংলা অনুবাদ
It was a dark autumn night.
একটা অন্ধকার শরতের রাত।
The old banker was walking up and down his study and remembering (রিমেমবারিং – স্মরণ করা) how, fifteen years before, he had given a party one autumn evening.
বৃদ্ধ ব্যাংকার তার পড়ার ঘরের পায়চারি করছিল এবং মনে করছিল কীভাবে, পনেরো বছর আগে, তিনি এক শরতের সন্ধ্যায় একটা পার্টি দিয়েছিলেন।
There had been many clever men there and there had been much interesting conversations (কনভারশেসন – কথোপকথন).
সেখানে অনেক বুদ্ধিমান ব্যক্তি উপস্থিত ছিল এবং সেখানে অনেক আকর্ষনীয় কথোপকথনও হচ্ছিল।
Among other things they had talked of capital punishment (ক্যাপিটাল পানিশমেন্ট – মৃত্যুদন্ড).
অন্যান্য প্রসঙ্গের সাথে সাথে তারা মৃত্যুদন্ড সম্পর্কেও কথা বলেছিল।
The majority of the guests, among whom were many journalists (জার্নালিস্ট – সাংবাদিক) and intellectual (ইনটেলেকচুয়াল – বুদ্ধিমান) men, disapproved (ডিসঅ্যাপ্রুভড – বিরোধিতা করা) of the death penalty.
বেশিরভাগ অতিথিরা, যাদের মধ্যে অনেক সাংবাদিক এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, মৃত্যুদন্ডের বিরোধিতা করেন।
They considered that form of punishment out of date, immoral (ইমমোরাল – অনৈতিক), and unsuitable for Christian States.
তারা এটাকে বিবেচনা করেছিলেন শাস্তির একটা সেকেলে পদ্ধতি, অনৈতিক, এবং খ্রিস্টান রাষ্ট্রের কাছে অনুপযুক্ত হিসাবে।
In the opinion of some of them the death penalty ought to be replaced everywhere by imprisonment for life.
তাদের মধ্যে কিছু ব্যক্তির মতে মৃত্যুদন্ড সর্বত্র বদলে যাবজ্জীবন কারাদন্ড চালু করা উচিত।
“I don’t agree with you,” said their host (হোস্ট – আয়োজনকারক) the banker.
“আমি তোমাদের সাথে একমত নই,” পার্টি আয়োজনকারক ব্যাংকার বলল।
“I have not tried either the death penalty or imprisonment for life, but if one may judge a priori (প্রাইওরি – অভিজ্ঞতা ছাড়া যুক্তি দিয়ে বিচার করা), the death penalty is more and more humane than imprisonment for life.
“আমার নিজের মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু যদি একজন যুক্তিগতভাবে বিচার করে, তাহলে কারাদন্ড মৃত্যুদন্ডের থেকে অনেক বেশি মানবিক।
Capital punishment kills a man at once, but lifelong imprisonment kills him slowly.
মৃত্যুদন্ড একটা মানুষকে সঙ্গে সঙ্গে হত্যা করে, আর যাবজ্জীবন কারাদন্ড তাকে ধীরে ধীরে হত্যা করে।
Which executioner (এক্সিকিউশনার – জল্লাদ) is the more humane, he who kills you in a few minutes or he who drags the life out of you in the course of many years?”
কে হয় সবথেকে মানবিক জল্লাদ, যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে হত্যা করে নাকি যে তোমার জীবনটা বছরের পর বছর ধরে নিংড়ে নেয়?”
“Both are equally immoral,” observed one of the guests, “for they both have the same object – to take away life.
“সেগুলি দুটোই সমান অনৈতিক,” অতিথিদের মধ্যে একজন মন্তব্য করল, “কারণ তাদের দুজনেরই উদ্দেশ্য সমান – জীবন ছিঁনিয়ে নেওয়া।
The State is not God.
রাষ্ট্র ঈশ্বর নয়।
It has not right to take away that which it cannot restore (রিস্টোর – ফিরিয়ে দেওয়া) when it wants to.”
এটার কোনো অধিকার নেয় সেটাকে ছিঁনিয়ে নেওয়ার যেটাকে এটা আর ফিরিয়ে দিতে পারে না যখন এটার ইচ্ছা হয়।”
Among the guests was a young lawyer, a young man of five-and-twenty.
অতিথিদের মধ্যে ছিল একজন আইনজীবি, পঁচিশ বছরের একজন যুবক।
When he was asked his opinion, he said:
যখন তাঁর মতামত জানতে চাওয়া হল, তিনি বললেন:
“The death sentence and the life sentence are equally immoral; but if I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly (সার্টেনলি – নিশ্চিতভাবে) choose the second.
“মৃত্যুদন্ড এবং যাবজ্জীবন কারাদন্ড দুটোই সমানভাবে অনৈতিক; কিন্তু যদি আমাকে মৃত্যুদন্ড এবং যাজজ্জীবন কারাদন্ডের মধ্যে বেছেই নিতে হয়, তাহলে আমি নিশ্চিতভাবে দ্বিতীয়টি বেছে নেব।
To live anyhow is better than not at all.”
যেকোনোভাবে বেঁচে থাকা অনেক বেশি ভালো আদৌ বেঁচে না থাকার থেকে।”
A lively discussion arose.
শুরু হল এক উত্তেজনাপূর্ণ আলোচনা।
The banker, who was younger and more nervous in those days, was suddenly carried away by excitement; he struck the table with his fist and shouted at the young man:
ব্যাংকার, যিনি সেই সময় ছিলেন যুবক এবং বেশি মাথা-গরম জাতীয় ব্যক্তি, হঠাৎই উত্তেজিত হয়ে গেলেন; তিনি টেবিলের উপর তার মুষ্ঠি দিয়ে আঘাত করলেন এবং যুবককে চিৎকার করে বললেন:
“It’s not true! I’ll bet you two millions you wouldn’t stay in solitary confinement (কনফাইনমেন্ট – কারাবাস) for five years.”
“এটা একটা সত্য কথা নয়! আমি দুই মিলিয়ন টাকা বাজি রাখছি তুমি পাঁচ বছর নির্জন কারাগারে থাকতে পারবে না।”
“If you mean that it earnest,” said the young man, “I’ll take the bet, but I would stay not five but fifteen years.”
“আপনি যদি সত্যিই এটা মনে করেন,” যুবকটি বলল, “আমি এই বাজিটা গ্রহন করছি, কিন্তু আমি পাঁচ নয় বরং পনেরো বছর থাকব।”
“Fifteen? Done!” cried the banker. “Gentlemen, I stake two millions!”
“পনেরো বছর? আচ্ছা বেশ!” ব্যাংকার চেঁচিয়ে বলল। “ভদ্রলোকেরা, আমি দুই মিলিয়ন বাজি ধরছি।”
“Agreed! You stake (স্টেক – বাজি ধরা) your millions and I stake my freedom!” said the young man.
“রাজি। আপনি আপনার মিলিয়ন টাকা বাজি রেখেছেন আর আমি বাজি রাখছি আমার স্বাধীনতা!” যুবকটি বলল।
And this wild, senseless bet was carried out!
আর সেই বেপরোয়া, অর্থহীন বাজির বাস্তবায়ন শুরু হল!
The banker, spoilt and frivolous (ফ্রিভোলাস – হঠকারী), with millions beyond his reckoning (রেকনিং – গনণা করা), was delighted at the bet.
ব্যাংকার, যে ছিল বদমেজাজি এবং হঠকারী ব্যক্তি, তার অগন্তি মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে, এই বাজিতে আনন্দিত হয়ে উঠল।
At supper he made fun of the young man, and said:
রাতের খাবারের সময় তিনি যুবককে মজা করে বললেন:
“Think better of it, young man, while there is still time.
“ভালো করে ভেবে দেখো, অল্পবয়সী যুবক, এখনও সময় আছে।
To me two millions are a trifle (ট্রিফল – তুচ্ছ বিষয়), but you are losing three or four of the best years of your life.
দুই মিলিয়ন টাকা আমার কাছে কিছুই নই, কিন্তু তুমি তোমার জীবনের তিন-চারটে সেরা বছর হারাতে চলেছ। চলেছ।
I say three or four, because you won’t stay longer.
আমি বলছি তিন-চার বছর, কারণ তুমি এর থেকে বেশি সময় আর থাকতে পারবে না।
Don’t forget either, you unhappy man, that voluntary (ভোলান্টারি – স্বেচ্ছায়) confinement is a great deal harder to bear than compulsory (কমপালসারি – বাধ্যতামূলক).
ভুলে যেও না, অসুখী মানুষ, স্বেচ্ছায় বন্দিত্ব বাধ্যতামূলক বন্দিত্বের চেয়ে অনেক বেশি কঠিন।
The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. I am sorry for you.”
এই ভাবনাটা যে তুমি যেকোনো মুহূর্তে নিজেকে মুক্ত করতে পারবে সেটাই কারাগারে তোমার পুরো জীবনকে অসহ্য করে তুলবে। আমি তোমার জন্য দুঃখিত।”
And now the banker, walking to and fro, remembered all this, and asked himself:
আর এখন ব্যাংকার, পায়চারি করতে করতে, এইসব কিছু মনে করছিল এবং নিজেকে জিজ্ঞাসা করল:
“What was the object of the bet?
“এই বাজির উদ্দেশ্য কী ছিল?
What’s the good of that man’s losing fifteen years of his life and my throwing away two millions?
এতে লাভটা কী হবে যে মানুষটি তার জীবনের পনেরোটা বছর কাটাবে এবং আমার দুই মিলিয়ন টাকা নষ্ট হবে?
Can it prove that the death penalty is better or worse than imprisonment for life?
এটা কি প্রমাণ করতে পারবে যে মৃত্যুদন্ড যাবজ্জীবন কারাদন্ডের চেয়ে ভালো বা খারাপ?
No, no. It was all nonsensical (ননসেনসিকাল – অর্থহীন) and meaningless.
না, না। সবই অর্থহীন আর বাজে কথা।
On my part it was the caprice (ক্যাপ্রাইস – খামখেয়ালি) of a pampered (প্যামপারড – প্রশয়প্রাপ্ত) man, and on his part simple greed for money…”
আমার দিক থেকে এটা ছিল একজন প্রশয়প্রাপ্ত মানুষের খামখেয়ালি, আর তার দিক থেকে ছিল অর্থের প্রতি সাধারণ লোভ…”
Then he remembered what followed that evening.
তারপর তিনি মনে করলেন ওই সন্ধ্যার পর কী ঘটেছিল।
It was decided that the young man should spend the years of his captivity (ক্যাপটিভিটি – বন্দীদশা) under the strictest supervision (সুপারভিশন – নজরদারি) in one of the lodges in the banker’s garden.
এটা ঠিক করা হল যে আইনজীবিকে কড়া নজরদারিতে বন্দি থাকতে হবে ব্যাংকারের বাড়ির বাগানের ছোটো কামরাগুলির একটাতে।
It was agreed that for fifteen years he should not be free to cross the threshold (থ্রেশহোল্ড – প্রবেশদ্বার) of the lodge, to see human beings, to hear human voice, and to receive letters and newspapers.
চুক্তি হল যে এই সময়ে তিনি চৌকাঠ পেরোতে পারবেন না, জীবন্ত মানুষ দেখতে পারবেন না, মানুষের কন্ঠস্বর শুনতে পারবেন না, আর চিঠি এবং সংবাদপত্র গ্রহন করতে পারবেন না।
He was allowed to have a musical instrument (ইন্সট্রুমেন্ট – বাদ্যযন্ত্র) and books, and was allowed to write letters, to drink wine, and to smoke.
তাকে অনুমতি দেওয়া হল একটা বাদ্যযন্ত্র আর বই রাখার, এবং অনুমতি দেওয়া হল চিঠি লেখার, মদ খাওয়ার, এবং ধূমপান করার।
By the terms of the agreement, the only relations he could have with the outer world were by a little window made purposely for the object (অবজেক্ট – উদ্দেশ্য).
চুক্তি অনুযায়ী, তিনি শুধুমাত্র বাইরের জগতের সাথে সম্পর্ক রাখতে পারবেন একটা ছোটো জানালার মধ্য দিয়ে যেটা এই উদ্দ্যেশেই তৈরি করা হয়েছিল।
He might have anything he wanted – books, music, wine, and so on – in any quantity (কোয়ানটিটি – পরিমান) he desired by writing an order, but could only receive them through the window.
তিনি যা চান তাই আনাতে পারেন – বই, সংগীত, মদ এবং আরও অন্যকিছু – যেকোনো পরিমানে শুধুমাত্র একটা অর্ডার লেখার মধ্য দিয়ে, কিন্তু শুধুমাত্র সেগুলি জানালার মধ্য দিয়ে গ্রহণ করতে পারবেন।
The agreement provided for every detail and every trifle that would make his imprisonment (ইমপ্রিসনমেন্ট – কারাবাস) strictly solitary (সলিটারি – নির্জন), and bound the young man to stay there exactly fifteen years, beginning from twelve o’clock of November 14th, 1870, and ending at twelve o’clock of November 14th, 1885.
চুক্তিতে সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং অতি সামান্য ব্যাপারগুলিকেও উল্লেখ করা হয়েছিল যেটা তার বন্দিদশাকে সম্পূর্ণরূপে নির্জন করে তুলেছিল, এবং যুবক মানুষটিকে ঠিক পনেরো বছর থাকতে বাধ্য করেছিল, যা শুরু হবে ১৮৭০ সালের ১৪ই নভেম্বর বারোটা থেকে এবং শেষ হবে ১৮৮৫ সালের ১৪ই নভেম্বর বারোটায়।
The slightest attempt on his part to break the conditions (কনডিশন – শর্ত), if only two minutes before the end the banker from the obligation to pay him the two millions.
তার দিক থেকে শর্ত লঙ্ঘনের সামান্যতম চেষ্টা করা হলে, যদি সময় শেষ হওয়ার দুই মিনিট আগেও বেরিয়ে আসা হয় তাহলে ব্যাংকার তাকে দুই মিলিয়ন টাকা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন।
For the first year of his confinement, as far as one could judge from his brief (ব্রিফ – সংক্ষিপ্ত) notes, the prisoner suffered severely from loneliness and depression (ডিপ্রেসান – বিষন্নতা).
তার কারাবাসের প্রথম বছরে, যতটা সম্ভব তার ছোটো ছোটো নোট থেকে জানা যেত, বন্দী ভীষনভাবে ভুগছিলেন একাকিত্ব এবং বিষন্নতা থেকে।
The sounds of the piano could be heard continually day and night from his lodge.
তার কক্ষ থেকে দিন-রাত পিয়ানোর শব্দ শোনা যেত।
He refused wine and tobacco.
তিনি মদ এবং তামাক পরিত্যাগ করেছিলেন।
Wine, he wrote, excites desires, and desires are the chief foes of a prisoner; besides, nothing could be more dreary than drinking good wine and seeing no one.
মদ, তিনি লিখেছিলেন, কামনাকে উসকে দেয়, আর কামনা হল একজন বন্দির প্রধান শত্রু; তাছাড়াও, ভালো মদ পান করা আর কাউকে না দেখার থেকে বিষণ্ন আর কিছু হতে পারে না।
And tobacco spoilt the air in his room.
আর তামাক তার ঘরের বাতাসকে নষ্ট করে।
In the first year the books he sent for were principally of a light character; novels with a complicated (কমপ্লিকেটেড – জটিল) love plot, sensational (সেনসেশনাল – উত্তেজনাপূর্ন) and fantastic stories, and so on.
প্রথম বছরে তাকে যে বইগুলি পাঠানো হয়েছি সেগুলো প্রধানত হালকা প্রকৃতির বই; জটিল প্রেমকাহিনিসম্পন্ন উপন্যাস, উত্তেজনাপূর্ণ ও কল্পনার গল্প, এবং আরে অনেক কিছু।
In the second year the piano was silent in the lodge, and the prisoner asked only for the classics.
দ্বিতীয় বছরে কামরার মধ্যে পিয়ানোর শব্দ শোনা গেল না, এবং বন্দী শুধুমাত্র ক্লাসিক বই চাইতেন।
In the fifth year, music was audible (অডিয়েবল – শ্রবনযোগ্য) again, and the prisoner asked for wine.
পঞ্চম বছরে, আবার সংগীত শোনা গেল, এবং বন্দী ব্যাক্তি মদ চাইল।
Those who watched him through the window said that all that year he spent doing nothing but eating and drinking and lying on his bed, frequently (ফ্রিকোয়েন্টলি – ঘন ঘন) yawning (ইয়ানিং – হাই তোলা) and angrily talking to himself.
যারা তাকে জানালা দিয়ে দেখেছিল তারা বলল যে ওই সারা বছরটা তিনি কিছুই করেনি শুধুমাত্র খেতেন ও মদ পান করতেন এবং বিছানায় শুয়ে থাকতেন, ঘন ঘন হাই তুলতেন এবং নিজের সাথে রেগে গিয়ে কথা বলতেন।
He did not read books.
বই তিনি পড়তেন না।
Sometimes at nights he would sit down to write; he would spend hours writing, and in the morning tear up (টিয়ার আপ – ছিঁড়ে ফেলা) all that he had written.
কখনও কখনও রাত্রে তিনি লিখতে বসতেন; তিনি লেখাতে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন, আর সকালে তিনি যা লিখেছেন সব ছিঁড়ে ফেলতেন।
More than once he could be heard crying.
অনেকবার তাকে কাঁদতেও শোনা গেছিল।
In the second half of the sixth year the prisoner began zealously (জিলাসলি – আগ্রহের সাথে) to study languages, philosophy (ফিলোসফি – দর্শন), and history.
ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে বন্দি মানুষটি নিষ্ঠার সাথে ভাষা, দর্শন, এবং ইতিহাস পড়তে শুরু করলেন।
He threw himself eagerly (ইগারলি – আগ্রহের সাথে) into these studies so much so that the banker had enough to do to get him the books he ordered.
তিনি এতটাই আগ্রহের সাথে নিজেকে বিষয়গুলিতে মনোনিবেশ করলেন যে তার অর্ডার করা বইগুলি জোগাড় করতে ব্যাংকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল।
In the course of four years some six hundred volumes were procured (প্রোকিওরড – সংগ্রহ করতে পারা) at his request.
চার বছরের মধ্যেই প্রায় ৬০০টি বই সংগ্রহ করা হয়েছিল তার অনুরোধে।
It was during this period that the banker received the following letter from the prisoner:
সেই সময়ই ব্যাংকার বন্দী ব্যক্তির কাছ থেকে নিম্নলিখিত চিঠিটি পেলেন:
“My dear Jailer, I write you these lines in six languages.
“আমার প্রিয় কারারক্ষক, আমি আপনাকে এই লাইনগুলি ছয়টি ভাষায় লিখছি।
Show them to people who know the languages.
সেইসমস্ত লোকেদের এগুলো দেখান যারা ভাষাগুলো জানে।
Let them read them.
তাঁদের এগুলো পড়তে দিন।
If they find not one mistake, I implore you to fire a shot in the garden.
যদি তারা একটাও ভুল খুঁজে না পায়, তাহলে আমি আপনাকে অনুরোধ করছি বাগানে একটা গুলি ছোঁড়ার নির্দেশ দিতে।
That shot will show me that my efforts have not been thrown away.
গুলির আওয়াজে আমি বুঝতে পারব যে আমার প্রচেষ্টা ব্যর্থ হয়নি।
The geniuses (জিনিয়াসেস – প্রতিভাধর ব্যক্তিরা) of all ages and of all lands speak different (ডিফরেন্ট – আলাদা) languages; but the same flame (ফ্লেম – শিখা) burns in them.
সব যুগের এবং দেশের প্রতিভাধর ব্যাক্তিরা বিভিন্ন ভাষায় কথা বলে; কিন্তু তাদের সবার মধ্যে একই শিখা জ্বলে।
Oh, if you knew what unearthly (আনআর্থলি – অপার্থিব)happiness my soul feel now from being able to understand them!”
ওহ, যদি আপনি জানতে পারতেন যে আমার হৃদয় এখন কী স্বর্গীয় সুখ অনুভব করতে পারছে তাদের বুঝতে পেরে!”
The prisoner’s desire was fulfilled.
বন্দি ব্যক্তির ইচ্ছা পূরণ হল।
The banker ordered two shots to be fired in the garden.
ব্যাংকারের আদেশে বাগানের মধ্যে দুটি গুলি ছোঁড়া হল।
Then after the tenth year, the prisoner sat immovably (ইমমুভাবলি – অনড়ভাবে) at the table and read nothing but the Gospel*.
তারপর দশম বছরের পর, বন্দী টেবিলের সামনে অনড় হয়ে বসে থাকতেন এবং গসপেল ছাড়া কিছুই পড়তেন না।
Gospel* – খ্রিস্ট ধর্মের বাইবেলের New Testament এর প্রথম চারটি বই: Matthe, Mark, Luke এবং John। এই বইগুলি বলে যীশু খ্রিস্টের জীবন, শিক্ষাদান, মৃত্যু এবং পুনরুজ্জীবনের কথা বলে।
It seemed strange to the banker that a man who in four years had mastered six hundred learned volumes should waste nearly a year over one thin book easy of comprehension (কমপ্রিহেনসান – বুঝতে পারা).
ব্যাংকারের কাছে এটা অদ্ভুত মনে হল যে একটা মানুষ যে চারবছরে ছয়শো জ্ঞানমূলক বই আয়ত্ত করেছে, সে প্রায় এক বছর কাটিছে একটা বই পড়তে যেটা বুঝতে খুবই সহজ।
Theology (থিওলজি – ধর্মতত্ত্ব) and histories of religion followed the Gospels.
গসপেল-এর পরে ধর্মতত্ত্ব ও ধর্মের ইতিহাস পড়া শুরু করলেন।
In the last two years of his confinement the prisoner read an immense (ইমেন্স – প্রচুর পরিমান) quantity of books quite indiscriminately (ইনডিসক্রিমিন্যান্টলি – এলোমেলোভাবে).
তার কারাবাসের শেষ দুবছরে বন্দি ব্যাক্তিটি এলোমেলোভাবে প্রচুর পরিমানে পড়তেন।
At one time he was busy with the natural sciences, then he would ask for Byron or Shakespeare.
একসময় তিনি প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকতেন, তারপরই তিনি বাইরন বা শেক্সপিয়ারের লেখা বই চাইতেন।
There were notes in which he demanded at the same time books on chemistry, and a manual of medicine, and a novel, and some treatise on philosophy or theology.
যে নোটের মাধ্যমে তিনি বইয়ের দাবি জানাতেন তাতে একইসঙ্গে তিনি চাইতেন রসায়নের বই, এবং একটা চিকিৎসাবিদ্যার পাঠ্যপুস্তক, এবং একটা উপন্যাস, এবং দর্শন অথবা ধর্মতত্ত্ব বিষয়ক কিছু বই।
His reading suggested a man swimming in the sea among the wreckage (রেকেজ – ধ্বংসাবশেষ) of his ship, and trying to save his life by greedily clutching (ক্লাচিং – ধরা) first at one spar (স্পার – মাস্তুল) and then at another.
তার পড়ার ধরন ইঙ্গিত করত যেন একটা মানুষ সমুদ্রে জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে সাঁতার কাটছে, এবং তার জীবন বাঁচানোর চেষ্টা জন্য একটা মাস্তুল ছেড়ে দিয়ে আর একটা মাস্তুল ধরছে।
The banker remembered all this, and thought:
ব্যাংকার এইসব মনে করলেন, এবং ভাবলেন:
“To-morrow at twelve o’clock he will regain his freedom.
“কাল বারোটার সময় সে মুক্তি পাবে।
By our agreement I ought to pay him two millions.
চুক্তি অনুযায়ী আমায় তাঁকে দিতে হবে দুই মিলিয়ন টাকা।
If I do pay him, it is all over with me: I shall be utterly ruined (রুইনড – ধ্বংস হয়ে যাওয়া)…”
যদি আমি তাকে টাকা দিয়ে দিই, তাহলে আমার সব শেষ। আমি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাব…”
Fifteen years before, his millions had been beyond his reckoning; now he was afraid to ask himself which were greater, his debts (ডেটস – ধার) or his assets (অ্যাসেট – সম্পত্তি).
পনেরো বছর আগে তার এত মিলিয়ন টাকা ছিল যে গুনে শেষ করা যেত না, কিন্তু এখন তিনি নিজেকেই জিজ্ঞাসা করতে ভয় পান যে কোনটা তাঁর বেশি আছে, ধার না সম্পত্তি।
Desperate gambling (গ্যামব্লিং – জুয়া খেলা) on the Stock-Exchange, wild speculation (স্পেকুলেশন – বিনিয়োগ) and the excitability (এক্সসাইট্যাবিলিটি – উত্তেজিত মনোভাব) which he could not get over even in advancing years, had by degrees led to the decline (ডিক্লাইন – ক্ষয়) of his fortune (ফরচুন – ভাগ্য) and the proud, fearless (ফিয়ারলেস – সাহসী), self-confident millionaire had become a banker of middling rank, trembling at every rise and fall in his investments.
শেয়ারবাজারে জুয়া খেলা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, এবং উত্তেজিত মনোভাব যা থেকে তিনি নিজেকে এই বছরগুলিতেও মুক্ত করতে পারেনি, এইগুলোই ধীরে ধীরে দুর্ভাগ্যের দিকে তাকে ঠেলে দিয়েছিল এবং গর্বিত, সাহসী, আত্মবিশ্বাসী ব্যবসায়ী এখন পরিনত হয়েছে একজন সাধারণ ব্যাংকারে, যিনি তার বিনিয়োগের প্রতিটি ওঠা-নামাতে কেঁপে ওঠেন।
“Cursed bet!” muttered (মাটারড – বিড়বিড় করা) the old man, clutching his head in despair (ডেসপেয়ার – হতাশা).
“সেই অভিশপ্ত বাজি,” বৃদ্ধ ব্যক্তিটি বিড়বিড় করে বললেন, হতাশায় তার মাথাটা খামচে ধরেন।
“Why didn’t the man die?
“কেন লোকটি মরল না?
He’s only forty now.
তার বয়স সবেমাত্র চল্লিশ।
He will take my last penny from me, he will marry, will enjoy life, will gamble on the Exchange, while I shall look at him with envy like a beggar, and hear from him every day the same sentence: ‘I’m indebted to you for the happiness of my life, let me help you!’
সে আমার শেষ টাকাটুকুও নিয়ে যাবে, বিয়ে করবে, জীবন উপভোগ করবে, শেয়ারবাজারে জুয়া খেলবে, আর আমি একজন হিংসুক ভিখারির মতো দেখব এবং প্রত্যেকদিন তার কাছ থেকে একই কথা শুনব: ‘আমার জীবনে এই সুখের জন্য আপনার কাছে আমি ঋণী, আপনাকে সাহায্য করতে দিন!’
No, it’s too much! The one means of being saved from bankruptcy (ব্যাংকরাপ্টসি – দেউলিয়া অবস্থা) and disgrace (ডিসগ্রেস – অপমান) is the death of that man!”
না, এটা বড্ড বেশি বারাবারি! দেউলিয়া অবস্থা ও অপমান থেকে রেহাই পাওয়ার একটাই পথ হল লোকটার মৃত্যু!”
It struck three o’clock, the banker listened; everyone was asleep in the house and nothing could be heard outside but the rustling (রাসলিং – ঝিরিঝিরি শব্দ) of the chilled trees.
ঘড়িতে তখন সবে তিনটে বেজেছে, ব্যাংকার শুনলেন; বাড়িতে সকলে ঘুমিয়ে পড়েছে এবং বাইরে বরফে ঢাকা গাছগুলির ঝিরঝির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না।
Trying to make no noise, he took from a fireproof safe the key of the door which had not been opened for fifteen years, put on his overcoat, and went out of the house.
কোনো শব্দ না করে, তিনি তাঁর সিন্দুক থেকে দরজার চাবিটা বের করলেন যেটা পনেরো বছর খোলা হয়নি, ওভারকোটটা পরলেন, এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন।
It was dark and cold in the garden. Rain was falling.
বাগানটি ছিল অন্ধকার এবং হিমশীতল। বৃিষ্ট হচ্ছিল।
A damp cutting wind was racing about the garden, howling (হাওলিং – গর্জন করা) and giving the trees no rest.
একটা স্যাঁতস্যাঁতে, হাঁড় কাঁপানো বাতাস বাগানের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল, গর্জন করতে করতে এবং গাছেদের কোনো বিশ্রাম দিচ্ছিল না।
The banker strained (স্ট্রেইনড – চোখ কুঁচকে দেখা) his eyes, but could see neither the earth nor the white statues, nor the lodge, nor the trees.
ব্যাংকার চোখ কুঁচকে দেখার চেষ্টা করলেন, তবুও তিনি না দেখতে পেলেন মাটি, না দেখতে পেলেন সাদা মূর্তিগুলো, না দেখতে পেলেন সেই কামরাটা, না দেখতে পেলেন গাছগুলো।
Going to the spot where the lodge stood, he twice called the watchman.
যে জায়গায় কামরাটি ছিল সেইদিকে এগিয়ে গিয়ে, তিনি পাহারাদার কে দুবার ডাকলেন।
No answer followed. Evidently (এভিডেন্টলি – স্পটত) the watchman had sought (সট – খোঁজা) shelter from the weather, and was now asleep somewhere either in the kitchen or in the greenhouse*.
কোনো উত্তর এল না। স্পষ্টত পাহারাদার এই আবহাওয়া থেকে কোথাও আশ্রয় নিয়েছে এবং এখন রান্নাঘর বা গ্রিনহাউসের মধ্যে কোথাও ঘুমিয়ে পরেছে।
Greenhouse* – গাছপালার যত্ন করবার জন্য বিশেষভাবে তৈরি কাঁচের ঘর। সাধারণত গ্রিনহাউস কাঁচ দিয়ে তৈরি হলেও বর্তমানে প্লাস্টিক বা স্বচ্ছ পলিমার দিয়েও তৈরি করা হচ্ছে। গ্রিনহাউসের ভেতরটা বাইরের পরিবেশের থেকে অনেকটা উষ্ণ থাকে। তাই শীতপ্রধান জায়গায় কৃত্রিমভাবে গ্রিনহাউসের ভেতরে উষ্ণ পরিবেশে বিভিন্ন শাকসবজি ও ফুলের চাষ করা হয়।
“If I had the pluck to carry out my intention (ইনটেনশন – অভিপ্রায়),” thought the old man, “Suspicion (সাসপিশান – সন্দেহ) would fall first upon the watchman.”
“যদি আমার অভিপ্রায় পূরণ করার সাহস আমার মধ্যে থাকে,” বৃদ্ধ ব্যক্তিটি ভাবলেন, “তাহলে প্রথমে সন্দেহ গিয়ে পরবে পাহারাদারের ওপর।”
He felt in the darkness for the steps and the door, and went into the entry of the lodge.
অন্ধকারে তিনি হাতড়ে সিঁড়ি এবং দরজা খুঁজলেন, এবং সেই কামরার প্রবেশদ্বারে প্রবেশ করলেন।
Then he groped (গ্রোপড – হাতড়ানো) his way into a little passage and lighted a match (ম্যাচ – দেশলাই).
তারপর সরু একটা অংশের মধ্য দিয়ে হাতড়ে হাতড়ে এগিয়ে গেলেন এবং দেশলাই জ্বালালেন।
There was not a soul there.
সেখানে কেউ ছিল না।
There was a bedstead (বেডস্টিড – খাট) with no bedding on it, and in the corner there was a dark cast-iron stove.
একটা খাট ছিল যাতে কোনো বিছানার চাদর ছিল না, এবং একটা লোহার স্টোভ রাখা ছিল অন্ধকার কোনের মধ্যে।
The seals on the door leading to the prisoner’s rooms were intact (ইনট্যাক্ট – অক্ষত).
বন্দীর ঘরের দরজার সিলগুলি অক্ষত ছিল।
When the match went out, the old man, trembling (ট্রেম্বলিং – কাঁপতে থাকা) from emotion, peeped (পিপড – উঁকি মারা) through the little window.
যখন দেশলাইয়ের আলো নিভে গেল, বৃদ্ধ লোকটি, উত্তেজনায় কাঁপতে কাঁপতে, ছোট্ট জানালা দিয়ে উঁকি মারল।
A candle was burning dimly (ডিমলি – অনুজ্জ্বলভাবে) in the prisoner’s room.
বন্দীর ঘরে একটা মোমবাতি অনুজ্জ্বলভাবে জ্বলছিল।
He was sitting at the table.
তিনি একটা টেবিলের সামনে বসেছিলেন।
Nothing could be seen but his back, the hair on his head, and his hands.
শুধুমাত্র তার পিঠ, তার মাথার চুল, এবং তার হাতগুলো দেখা যাচ্ছিল।
Open books were lying on the table, on the two easy-chairs, and on the carpet near the table.
খোলা বইগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল টেবিলের উপরে, দুটো চেয়ারের উপরে, এবং টেবিলের সামনে কার্পেটের উপরে।
Five minutes passed and the prisoner did not once stir (স্টির – নড়াচড়া করা).
পাঁচ মিনিট কেটে গেল এবং বন্দি মানুষটি একবারের জন্যও নড়ল না।
Fifteen years’ imprisonment had taught him to sit still.
পনেরো বছরের কারাবাস তাকে শিখিয়েছে স্থিরভাবে বসে থাকতে।
The banker tapped (ট্যাপড – টোকা মারা) on the window with his finger, and the prisoner made no movement whatever in response.
ব্যাংকার তার আঙুল দিয়ে জানালাতে টোকা মারলেন, কিন্তু বন্দী উত্তরে কোনো নড়াচড়া করল না।
Then the banker cautiously (কশাশলি – সর্তকভাবে) broke the seals off the door and put the key in the keyhole.
তারপর ব্যাংকার সতর্কভাবে দরজা থেকে সিলগুলি ভেঙে ফেললেন এবং তালায় চাবিটা ঢোকালেন।
The rusty lock gave a grating (গ্র্যান্টিং – কর্কশ) sound and the door creaked (ক্রিকড – ক্যাঁচ ক্যাঁচ শব্দ হওয়া).
মরচে ধরা তালাটি একটা কর্কশ আর্তনাদ করে উঠল এবং দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল।
The banker expected to hear at once footsteps and a cry of astonishment (অ্যাশটোনিশমেন্ট – অবাক), but three minutes passed and it was as quiet as ever in the room.
ব্যাংকার আশা করেছিলেন ততক্ষনাৎ তিনি পায়ের শব্দ এবং একটা অবাক হওয়ার চিৎকার শুনবেন, কিন্তু তিন মিনিট কেটে গেল এবং ভেতরটা আগের মতোই নিস্তব্ধ রইল।
He made up his mind to go in.
তিনি ভেতরে ঢোকার জন্য মনস্থির করলেন।
At the table a man unlike an ordinary people was sitting motionless.
টেবিলের সামনে অনড় হয়ে বসে আছে একটা মানুষ যাকে সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না।
He was a skeleton (স্কেলেটন – কঙ্কাল) with skin drawn tight over his bones, with long curls (কার্লস – কোঁকাড়ানো চুল) like a woman’s and a shaggy (শ্যাগি – এলোমেলো) beard.
সে ছিল একটা কঙ্কাল যার চামড়া হাড়ের সাথে লেগে গেছে, মাথায় ছিল মেয়েদের মতো লম্বা কোঁকড়ানো চুল এবং এলোমেলো দাঁড়ি।
His face was yellow with an earthy tint in it, his cheeks were hollow, the back long and narrow, and the hand on which his shaggy head was propped was so thin and delicate that it was dreadful (ড্রেডফুল – ভয়ঙ্কর) to look at it.
তার মুখের রং ছিল হলুদ যেন তাতে মাটির আভা লেগে আছে; গালগুলো বসে গেছে, পিঠটা ছিল লম্বা এবং সরু, আর যে হাতের উপর তিনি তার চুলভর্তি মাথাটা ভর দিয়ে রেখেছেন সেটা এতই রোগা এবং হাড়সর্বস্ব ছিল যে সেটার দিকে তাকানো যাচ্ছিল না।
His hair was already streaked with silver, and seeing his emaciated (ইমাসিয়েটেড – ম্লান), aged-looking face, no one would have delivered that he was only forty He was asleep…
তার চুলে ইতিমধ্যে পাক ধরে গেছে, আর তার ম্লান, বার্ধক্যজনিত মুখ দেখে, কেউই বলবে না যে তার বয়স সবে চল্লিশ বছর। সে ছিল ঘুমন্ত…
In front of his bowed (বোড – মাথা নোঙানো) head there lay on the table a sheet of paper on which there was something written in fine handwriting.
তার ঝুঁকে থাকা মাথার সামনে টেবিলের উপর রাখা ছিল একটা কাগজের টুকরো যার উপরে সুন্দর হাতের লেখায় কিছু লেখা ছিল।
“Poor creature!” thought the banker, “he is asleep and most likely dreaming of the millions.
“বেচারা!” ব্যাংকার ভাবলেন, “সে ঘুমাচ্ছে আর সম্ভবত মিলিয়নের স্বপ্ন দেখছে।
And I have only to take this half-dead man, throw him on the bed, stifle (স্টিফল – শ্বাসরোধ করা) him a little with the pillow, and the most conscientious (কনসিয়েনটিয়াস – বিবেকবান) expert would find no sign of a violent death.
আমায় শুধুমাত্র এই অধমরা মানুষটাকে নিয়ে যেতে হবে, বিছানায় ফেলতে হবে, বালিশ দিয়ে কিছুক্ষন তার শ্বাস রোধ করতে হবে, আর সবচেয়ে বিবেকবান দক্ষ ব্যক্তিও এই জঘন্য মৃত্যুর কোনো চিহ্ন খুঁজে পাবে না।
But let us first read what he has written here…”
কিন্তু চলো প্রথমে পড়ে নেওয়া যাক সে যা এখানে লিখেছে…”
The banker took the sheet from the table and read as follows:
ব্যাংকার কাগজের টুকরোটা তুলে নিলেন এবং পড়তে লাগলেন:
“To-morrow at twelve o’clock, I regain (রিগেন – পুনরায় অর্জন করা) my freedom and the right to associate with other men, but before I leave this room and see the sunshine, I think it necessary (নেসেসারি – প্রয়োজন) to say a few words to you.
“আগামীকাল বারোটার সময়, আমি আমার স্বাধীনতা অর্জন করব এবং মানুষের সাথে মেলামেশার অধিকার অর্জন করব, কিন্তু এই কামরা ছাড়ার এবং সূর্য দেখার আগে, আমি মনে করি কিছু দরকারি কথা আপনাকে বলে যাওয়া প্রয়োজন।
With a clear conscience I tell you, as before God, who beholds me, that I despise (ডেসপাইস – ঘৃণা করা) freedom and life and health, and all that in your books is called the good things of the world.
আমার স্বচ্ছ বিবেকের সাথে আমি আপনাকে বলছি, যেমনটা ভগবানের কাছে, যিনি আমাকে দেখছেন, যে আমি ঘৃণা করি স্বাধীনতা এবং জীবন এবং স্বাস্থ্য, এবং সেইসমস্ত জিনিসকে যেগুলিকে আপনার বইতে পৃথিবীর ভালো জিনিস বলা হয়েছে।
“For fifteen years I have been intently studying earthly life.
“পনেরো বছর ধরে আমি মনযোগসহকারে পার্থিব জীবন সম্পর্কে পড়েছি।
It is true I have not seen the earth nor men, but in your books I have drunk fragrant (ফ্রেগ্রেন্ট – সুগন্ধি) wine, I have sung songs, I have hunted stags (স্ট্যাগ – পুরুষ হরিণ) and wild boars (বোর – শূকর) in the forests, have loved women…
এটা সত্যি যে আমি পৃথিবী বা মানুষ দেখিনি, কিন্তু আপনার বইয়ের মধ্যে আমি সুগন্ধি মদ পান করেছি, আমি গান গেয়েছি, আমি জঙ্গলে হরিণ ও বন্য শূকর শিকার করেছি, মেয়েদের ভালোও বেসেছি…
Beauties as ethereal as clouds, created by the magic of your poets and geniuses, have visited me at night, and have whispered (হুইসপারড – ফিসফিস করা) in my ears wonderful tales that have set my brain in a whirl (হুইরল – তালগোল পাকানো).
স্বর্গীয় মেঘের মতোই সুন্দর, যা সৃষ্টি হয়েছিল আপনার কবিদের এবং প্রতিভাধর ব্যক্তির দ্বারা, তারা রাতে আমার কাছে আসত, এবং ফিসফিস করে আমার কানে বলত চমৎকার সব গল্প, যা আমার মস্তিষ্ককে উন্মত্ত করে তুলেছিল।
In your books I have climbed to the peaks (পিকস – চূড়া) of Elbruz* and Mont Blanc*, and from there I have seen the sun rise and have watched it at evening flood the sky, the ocean, and the mountain-tops with gold and crimson (ক্রিমশন – গাঢ় লাল).
আপনার বইয়ের মধ্যে আমি এলব্রুজ এবং মঁ ব্লাঁর চূড়ায় উঠেছি, এবং সেখান থেকে আমি দেখেছি সূর্যের উদয় এবং সন্ধ্যায় দেখেছি সোনালী এবং লাল আভায় আকাশ, সমুদ্র এবং পর্বতের চূড়াগুলোকে প্লাবিত হতে।
Elbruz* – এলব্রুজ হল ককেশাশ পর্তমালার ও গোটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা ৫৬৪২ মিটার।
Mont Blanc* – আল্পস পর্বতমালা ও পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত যার উচ্চতা ৪৮০৮ মিটার। মঁ ব্লঁ এর অর্থ হল ‘শুভ্র পর্বত’।
I have watched from there the lightning flashing over my head and cleaving (ক্লিভিং – চিরে দেওয়া) the storm-clouds.
সেখান থেকে আমি দেখেছি আমার মাথার উপরে বিদ্যুত চমকাতে এবং ঝোড়োমেঘগুলিকে চিরে দিতে।
I have seen green forests, fields, rivers, lakes, towns.
আমি দেখেছি সবুজ বন, মাঠ, নদী, হ্রদ, শহর।
I have heard the singing of the sirens, and the strains of the shepherds pipes; I have touched the wings of comely devils who flew down to converse with me of God…
আমি শুনেছি সাইরেনদের গান, এবং শুনেছি মেষপালকদের বাঁশির সুর; আমি স্পর্শ করেছি সুন্দর শয়তানদের ডানা যারা উড়ে এসে আমার সাথে ঈশ্বরের বিষয়ে কথা বলেছে…
In your books I have flung (ফ্লাঞ্জ – নিক্ষেপ করা) myself into the bottomless pit (পিট – গভীর গর্ত), performed miracles (মিরাকেলস – অলৌকিক), slain (স্লেন – হত্যা করা), burned towns, preached (প্রিচড – ধর্মপ্রচার করা) new religions, conquered (কনকোয়ার্ড – জয়লাভ করা) whole kingdoms…
আপনার বইয়ে আমি ঝাঁপ দিয়েছি অতল গহ্বরে, অলৌকিক কাজ করেছি, হত্যা করেছি, নগর পুড়িয়ে ধ্বংস করেছি, নতুন ধর্মের প্রচার করেছি, সমস্ত দেশ জয়লাভ করেছি…
“Your books have given me wisdom.
“আপনার বই আমাকে জ্ঞান দিয়েছে।
All that the unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain.
যুগে যুগে মানুষের সমস্ত অবিরাম চিন্তাধারা একটা ছোট্ট কম্পাসের মতো আমার মস্তিষ্কে জমা হয়েছে।
I know that I am wiser than all of you.
আমি জানি যে আমি আপনাদের সকলের থেকে বুদ্ধিমান।
“And I despise your books, I despise wisdom and the blessings of this world.
“আর আমি ঘৃণা করি আপনার বইগুলিকে, আমি ঘৃণা করি জ্ঞান এবং এই জগতের আশীবার্দগুলিকে।
It is all worthless, fleeting (ফ্লিটিং – ক্ষনস্থায়ী), illusory, and deceptive (ডিসেপটিভ – বিভ্রান্তিকর), like a mirage (মিরেজ – মরীচিকা).
সমস্তকিছুই অর্থহীন, ক্ষনস্থায়ী, কল্পনাপ্রবন, এবং বিভ্রান্তিকর, একটা মরীচিকার মতো।
You may be proud, wise and fine, but death will wipe you off the face of the earth as though you were no more than mice burrowing under the floor, and your posterity (পসটেরিটি – বংশধর), your history, your immortal geniuses will burn or freeze together with the earthly globe.
আপনি গর্বিত, জ্ঞানী এবং সুন্দর হতে পারেন, কিন্তু মৃত্যু আপনাকে এই পৃথিবী থেকে মুছে ফেলবে যেহেতু আপনি মাটির নীচে বসবাসকারী ইঁদুরের থেকে বেশি কিছু নন, এবং আপনার বংশধর, আপনার ইতিহাস, আপনার অমর প্রতিভাবান ব্যক্তিরা পুড়ে ছাই হয়ে যাবে অথবা বরফের মতো জমে যাবে এই পৃথিবীর সঙ্গে।
“You have lost your reason and taken the wrong path.
“আপনি আপনার বুদ্ধি হারিয়েছে এবং একটা ভুল পথ বেছে নিয়েছেন।
You have taken lies for truth and hideousness (হাইডিয়াসনেস – কুৎসিত) for beauty.
আপনি মিথ্যাকে সত্য বলে এবং কুৎসিতকে সৌন্দর্য বলে ভেবে নিয়েছেন।
You would marvel if, owing to strange events of some sorts, frogs and lizards suddenly grew on apple and orange trees instead of fruit, or if roses began to smell like a sweating (সোয়েটিং – ঘামতে থাকা) horse; so I marvel at you who exchange heaven for earth.
আপনি অবাক হবেন যদি, এইরকম অদ্ভুত ঘটনা ঘটে, ফলের বদলে হঠাৎই ব্যাঙ এবং টিকটিকি আপেল ও কমলালেবু গাছে জন্মাচ্ছে, অথবা যদি গোলাপ ফুল একটা ঘাম ঝরা ঘোড়ার মতো গন্ধ ছড়ায়; তাই আমিও আপনাকে দেখে অবাক হচ্ছি যিনি পৃথিবীর বিনিময়ে স্বর্গকে বিসর্জন দিয়েছেন।
I don’t want to understand you.
আমি আপনাকে বুঝতে চাই না।
To prove to you in action how I despise all that you live by, I renounce (রিনাউন্স – প্রত্যাখ্যান করা) the two millions of which I once dreamed as of paradise (প্যারাডাইস – স্বর্গ) and which now I despise.
আমি কাজের মধ্য দিয়ে আপনাকে প্রমান করব কতটা ঘৃণা করি আপনার বেছে নেওয়া জীবনধারাকে, আমি পরিত্যাগ করছি দুই মিলিয়ন টাকা যেটা একসময় আমার কাছে স্বর্গ হাতে পাওয়ার মতো মনে হয়েছিল আর যেটাকে এখন আমি ঘৃণা করছি।
To deprive myself of the right to the money I shall go out from here five hours before the time fixed, and so break the compact…”
টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করার জন্য আমি এখান থেকে নির্ধারিত সময়ের পাঁচ ঘন্টা আগেই বেরিয়ে যাব, আর এইভাবেই চুক্তি লঙ্ঘন করব…”
When the banker had read this he laid the page on the table, kissed the strange man on the head, and went out of the lodge, weeping (উইপিং – কাঁদতে থাকা).
যখন ব্যাংকার এটা পড়া শেষ করলেন তখন ব্যাংকার টেবিলের উপর কাগজটা রাখলেন, অদ্ভুত মানুষটার মাথায় চুম্বন করলেন, এবং কামরা থেকে বেরিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে।
At no other time, even when he had lost heavily on the Stock Exchange, had he felt so great a contempt (কনটেম্পট – ঘৃণা করা) for himself.
অন্য কোনো সময়ে, এমনকি শেয়ার মার্কেটে ভয়ংকর ক্ষতির পরেও, তিনি এখনের মতো নিজের জন্য এত ঘৃনা অনুভব করেননি।
When he got home he lay on his bed, but his tears and emotion kept him for hours from sleeping.
বাড়িতে এসে তিনি তার বিছানায় শুয়ে পরলেন, কিন্তু তার চোখের জল আর উত্তেজনা তাঁকে দীর্ঘক্ষন ঘুমোতে দিল না।
Next morning the watchmen ran in with pale (পেল – বিবর্ণ) faces, and told him they had seen the man who lived in the lodge climb out of the window into the garden, go to the gate, and disappear.
পরের দিন সকালে পাহারাদাররা তাদের বিবর্ন মুখগুলো নিয়ে ছুটে আসল, এবং তাকে বলল যে তারা সেই মানুষটিকে দেখেছে যে সেই কামরাটায় বাস করত, তাকে জানলা দিয়ে বাগানে বেরতে, গেটের সামনে যেতে দেখেছে, এবং অদৃশ্য হয়ে গেছে।
The banker went at once with the servants to the lodge and made sure of the flight of his prisoner.
ব্যাংকার ততক্ষনাৎ চাকর-বাকরদের সাথে কামরাটিতে গেল এবং বন্দীর পালিয়ে যাওয়া নিশ্চিত করলেন।
To avoid arousing unnecessary talk, he took from the table the writing in which the millions were renounced, and when he got home locked it up in the fireproof safe.
অপ্রয়োজনীয় কথাবার্তা এড়ানোর জন্য, তিনি টেবিল থেকে লেখাটি তুলে নিলেন যাতে মিলিয়ন টাকা প্রত্যাখ্যানের কথা লেখা ছিল, এবং যখন তিনি বাড়িতে গেলেন তখন তিনি এটাকে সিন্দুকে তালা বন্ধ করে রেখে দিলেন।
About the Text: গল্পটি সম্পর্কে দু-চার কথা
- এই গল্পের মূল চরিত্র হল একজন বৃদ্ধ ব্যাংকার ও একজন আইনজীবি।
- যারা মৃত্যুদন্ড ভালো না যাবজ্জীবন কারাদন্ড ভালো এই নিয়ে তর্কে লিপ্ত হয়ে দুজনেই বাজি ধরে।
- তারপরই শুরু হয় আইনজীবির কড়া নজরদারিতে কারাবাস ও ব্যাংকারের পক্ষে উত্তেজিত হয়ে বাজি ধরার আফসোস।
- এই গল্প আমাদের শেখায় – উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় কোনো সিধান্ত নেওয়া উচিত।
- তাছাড়াও আমাদের আরও শেখায় – মানুষ যেকোনো পরিস্থিতিতেই থাকুক না কেন সময় অপচয় না করে সময়ের সঠিক ব্যবহার করা।
আরও পড়ুন:
The Bet Bengali Meaning আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই নীচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাছাড়াও আমাদের সাইট নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা বা সাজেশন থাকলে তা আমাদের নিদ্বির্ধায় জানাতে পারেন।
Thank you sir
Welcome….
দারুণ দারুণ প্রাঞ্জল ভাষায় একটি জটিল গদ্যের বঙ্গানুবাদ করেছেন।ছাত্র ছাত্রীরা দারুণভাবে সমৃদ্ধ হবে।শুভেচ্ছা জানাই।ভালো থাকুন।এভাবেই ছাত্রছাত্রীদের গাইড হিসেবে কাজ করুন।
আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করব…
I love the story. I’m totally feel this.🫀🥺
ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে কবিতা টিকে তুলে ধরার জন্য খুবই সহজ সরল ভাষায় লিখা ছিল পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হয় নি আমদের পাশে আপনি এইভাবে সাহায্য করতে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ…🙏🏻🙏🏻
আপনাকেও অসংখ্য ধন্যবাদ…