নমস্কার বন্ধুরা,
এই পোস্টের মধ্যে আমি প্রকাশ করেছি West Bengal Board of Secondary Education বোর্ডের Class 9 এর Mild the Mist Upon The Hill Question Answer and Bengali Meaning। কবিতাটি লিখেছেন Emily Jane Bronte। লাইন বাই লাইন বাংলা মানের সাথে কঠিন উচ্চারণযুক্ত শব্দের উচ্চারণও প্রকাশ করা হয়েছে। একই পোস্টের মধ্যেই টেক্সট বইয়ের সমস্ত প্রশ্নোত্তরও দিয়ে দেওয়া হল। আশা রাখছি ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
Mild the Mist upon the Hill Bengali Meaning
Mild the mist (মিস্ট – কুয়াশা) upon the hill,
পাহাড়ের উপর হালকা কুয়াশা,
Telling not of storms to-morrow;
বলে দেয় আগামীকাল ঝড়ের সম্ভবনা নেই;
No; the day has wept (ওয়েপ্ট – কেঁদেছে) its fill,
না; দিনটা প্রানভরে কেঁদেছে,
Spent (স্পেন্ট – অতিবাহিত করা) its store of silent sorrow.
তার নীরব দুঃখের ভান্ডার অতিবাহিত করছে।
Oh, I’m gone back to the days of youth,
ওহ, আমি ফিরে গেছি আমার শৈশবের দিনগুলিতে,
I am a child once more;
আমি আবার একটা ছোট্ট শিশু হয়ে যাই;
And ‘neath my father’s sheltering roof,
এবং আমার বাবার আশ্রয়স্থলের ছাদের নীচে,
And near the old hall door.
এবং পুরোনো হল ঘরের দরজার কাছে।
I watch this cloudy evening fall,
আমি দেখি এই মেঘলা সন্ধ্যের নেমে আসা,
After a day of rain:
একটা বৃষ্টি মুখর দিনের পরে:
Blue mists, sweet mists of summer pall (পল – ঘন মেঘ)
গ্রীষ্মকালীন ঘন মেঘের নীল ও মিস্টি কুয়াশা
The horizon’s mountain-chain.
দিগন্তের পর্বতশ্রেণীকে আচ্ছাদিত করে রাখে।
The damp (ড্যাম্প – আর্দ্রতা) stands in the long, green grass
আদ্রর্তা লেগে থাকে দীর্ঘ, সবুজ ঘাসে
As thick as morning’s tears (টিয়ার্স – চোখের জল);
সকালের অশ্রুবিন্দুর (শিশির) মতোই গাঢ়;
And dreamy (ড্রিমি – স্বপ্নালু) scents of fragrance pass
সুমিষ্ট গন্ধের স্বপ্নালু গন্ধ বয়ে যায়
That breathe of other years.
যা বিগত বছরগুলিকে স্মরণ করায়।
আরও পড়ুনঃ All Summer in a Day Bengali Meaning
Mild the Mist upon the Hill Question Answer
Exercise - 1
Tick the correct answer from the given alternatives:
(1) The mist was upon the
a) grass
b) roof
c) hill
d) leaf
Ans: (c) hill
(2) The sorrow of the day is described as
a) silent
b) terrible
c) overwhelming
d) little
Ans: (a) silent
(3) The hall door mentioned in the poem is
a) new
b) large
c) broken
d) old
Ans: (d) old
(4) The poet watches the cloudy
a) morning
b) evening
c) afternoon
d) night
Ans: (b) evening
(5) The colour of the mist is
a) grey
b) white
c) yellow
d) blue
Ans: (d) blue
(6) The damp stands on the
a) wall
b) floor
c) bush
d) grass
Ans: (d) grass
Exercise - 2
Answer the following questions within twenty-five words:
(1) Where does the poet see herself when she thinks of her childhood?
Ans: When the poet thinks of her childhood, she sees herself beneath her father’s sheltering roof near the old hall door.
(2) What did the poet watch on the ‘cloudy evening’?
Ans: On the ‘cloudy evening’ the poet watched blue, sweet mists of summer upon the horizon’s mountain chain.
Exercise - 3
Identify the following sentences as simple, compound and complex:
(i) He is too short to climb the wall.
Ans: Simple Sentence
(ii) The sky was blue and the sun shone bright.
Ans: Compound Sentence
(iii) The old man who lived in a village believed that the earth was flat.
Ans: Complex Sentence
(iv) Leaving a job midway is not a good practice.
Ans: Simple Sentence
(v) Last week I met a friend who gave me a bag which is brown in colour.
Ans: Complex sentence
Exercise - 4
Do as directed:
(i) The question was so easy that everyone could answer it. (Change into a simple sentence)
Ans: The question was very easy to answer.
(ii) A friend in need is a friend indeed. (Change into a complex sentence)
Ans: A friend who is in need is a friend indeed.
(iii) Pollution is one of the most severe threats to our beautiful planet. (Change into a compound sentence)
Ans: Our planet is beautiful but pollution is one of the most severe threats to it.
(iv) Do or die. (Change into a complex sentence)
Ans: If you do not do, you will die.
(v) He was confused and stopped working. (Change into a simple sentence)
Ans: Being confused, he stopped working.
Exercise - 5
Write a letter within 100 words to the Headmaster / Headmistress of your school seeking leave of two days for the purpose of attending the marriage ceremony of your elder sister.
To,
The Headmaster,
XYZ School,
XYZ, Howrah – 711312
Sub: Seeking leave for attending the marriage ceremony
Sir,
With due respect, I would like to inform you that I am Riti Mitra, a student of class IX in your school. I am glad to inform you that my elder sister’s marriage has been fixed on 10th June, 2025. I like to attend the marriage ceremony. She is my only sister and I don’t want to miss the ceremony.
I would, therefore, request you to kindly allow me a leave for two days from 9th June.
I shall be highly obliged if you kindly grant me permission.
Thanking you.
Date: (যেদিন লেখা হচ্ছে)
Place: (যেখান থেকে লেখা হচ্ছে)
Yours obediently
Riti Mitra
Class – IX
Sec – A
Roll No – 3
(যথাযথ সম্মানের সাথে, আমি আপনাকে জানাচ্ছি যে আমি রিতি মিত্র, আপনার স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আমি আপনাকে জানাতে পেরে খুশি যে আমার দিদির বিয়ে ঠিক হয়েছে ১০ই জুন, ২০২৫ তারিখে। আমি সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাই। সে আমার একমাত্র দিদি এবং আমি এই অনুষ্ঠানটি মিস করতে চাই না।
তাই, আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে আমাকে ৯ই জুন থেকে ছুটি দিন।
আমি বাধিত থাকব যদি আপনি আমাকে অনুমতি প্রদান করেন।
ধন্যবাদ।)
Exercise - 6
Suppose you had bought a book from a bookstore. By mistake you left it there instead of bringing it back with you. Providing details of the book and its author, write a letter within 100 words to the owner of the store to find the book and keep it until you come to collect it.
To,
The Proprietor,
Mondal Book Store,
Banamalinagar, Howrah, 711312
Sub: Enquiry about a book
Sir,
With due respect, I, Riti Mitra, would like to inform you that I am your regular customer and yesterday I visited your shop and bought a copy of ‘Feluda Samagra’ written by Satyajit Roy, published by Ananda Publisher. I was handed over the packet containing that book along with cash memo after paying cash. However, I left the store without taking that book.
I would, therefore, request you to find the book and keep it in your custody until I come to collect it next week.
Thanking you.
Date: (যেদিন লেখা হবে)
Place: (যেখান থেকে চিঠিটি লেখা হচ্ছে)
Your sincerely
Riti Mitra
(যথাযথ সম্মানের সাথে, আমি, রিতি মিত্র, আপনাকে জানাচ্ছি যে আমি আপনার একজন নিয়মিত গ্রাহক এবং গতকাল আমি আপনার দোকানে যায় এবং আনন্দ পাবলিশার প্রকাশিত সত্যাজিৎ রায়ের লেখা ‘ফেলুদা সমগ্র’ বইটি কিনি। টাকা দেওয়ার পর আমাকে ক্যাশ মেমোর সাথে বই সমেত একটা প্যাকেট দেওয়া হয়। যাইহোক, আমি ওই বইটা না নিয়েই দোকান ছেড়ে চলে আসি।
তাই, আমি আপনাকে অনুরোধ করছি বইটি খুঁজে রাখার জন্য এবং আপনার জিম্মায় রাখার জন্য যতক্ষন না আমি এটা পরের সপ্তাহে এসে সংগ্রহ করে নিয়ে যায়।)