JagoStudents Banner

About Us

JagoStudents হল বর্তমান ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনার এক ডিজিট্যাল মাধ্যম। এই ওয়েবসাইটে বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষা সংক্রান্ত খবর, ফ্রি স্টাডি মেটারিয়্যালস্, কেরিয়ার গাইডেন্স এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করা হয়। তাছাড়াও পশ্চিমবঙ্গ বোর্ডের পঞ্চম থেমে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের নোটস্ ও সাজেশন প্রকাশ করা হয়। আশা রাখছি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন পোস্টের মাধ্যমে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা খুবই উপকৃত হবেন।

আমাদের লক্ষ:

এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের শিক্ষার পথে বাধা হয়ে দাড়িয়েছে দারিদ্রতা। পরিবারের আর্থিক সংকটের জন্য তারা হয়তো বা কোনো ভালো রেফারেন্স বই কিনতে পারে না বা কোনো ভালো শিক্ষক-শিক্ষিকার কাছে টিউশন যেতে পারে না। এই ওয়েবসাইট তাদের মতো ছাত্রছাত্রীদের জন্যই। এই ওয়েবসাইটের আমরা প্রকাশ করে থাকি –

জানি না ভবিষ্যতে JagoStudents ছাত্রছাত্রীদের জন্য কতটা কী করতে পারবে, তবু আশা রাখছি, যতটা করবে ছাত্রছাত্রীদের ভালোর জন্যই করবে। এই উদ্দেশ্য মাথায় রেখে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হয় তাহলে দয়া করে মার্জনা করিবেন।

কৃতজ্ঞতা স্বীকার:

JagoStudents.com ওয়েবসাইটে প্রকাশিত কিছু তথ্য বিভিন্ন প্রকাশনীর বই, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন শিক্ষক-শিক্ষিকার নোটস্ ও বিভিন্ন লেখকের কাছ থেকে সংগৃহীত। তাঁদের এই অসাধারন প্রকাশনাকে সমূহকে JagoStudents আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই ওয়েবসাইটে তথ্য প্রকাশের সব ক্ষেত্রে অনুমতি নেওয়া সম্ভব হয়নি।

Admin & Writer

Round Shape Logo

Admin & Writer of JagoStudents.com

নমস্কার, আমি শোভন। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে English (Hons.) বিষয়ে গ্র্যাজুয়েশন করেছি। বর্তমানে আমি শিক্ষকতার সাথে যুক্ত। আমার পড়াশোনার সময় আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। বিশেষ করে আমার পরিবারের আর্থিক সংকটের বাধা ছিল তার মধ্যে অন্যতম। তাই আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে তোমাদের পড়াশোনা বা কেরিয়ার সম্পর্কে সঠিক দিশা দেখাতে পারি। ওঠো, জাগো, এগিয়ে চলো … অনেকটা পথ বাকি।